• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ২৯ | মার্চ ২০০৩ | কবিতা
    Share
  • বাঁকুড়ার ঘোড়া : দীপালি চক্রবর্তী



    লেজ উঁচু কানখাড়া বাঁকুড়ার ঘোড়া
    ড্রয়িং রুমের কোণে থাকে জোড়া জোড়া ।
           হাঁটে না ছোটে না কেন বাঁকুড়ার ঘোড়া ?
           হাঁটুতে কি বাত নাকি ? ক্ষুরে বুঝি ফোঁড়া ?
    হাঁটু কই ? ক্ষুর কই ? বাঁকুড়ার ঘোড়া
    ঠিক যেন টেবিলের পায়া দুই জোড়া ।
           আহা ! ঐ জানালার কোণ থেকে ওরা
           চুপচাপ দেখে শুধু পাখিদের ওড়া !
           কোনোদিন খোঁড়াকে কি বলেছিল খোঁড়া ?
           কেন চেয়ে থাকে কোণে বাঁকুড়ার ঘোড়া ?

    অবশেষে একদিন কোন পটুয়ারা
    হঠাৎ শাড়ীর দেশে তুলে দিল সাড়া !
    লালছাপ নীলছাপ বাঁকুড়ার ঘোড়া
    শাড়ীর দুপাড় বেয়ে চলে জোড়া জোড়া ।
           চুড়িদার কী বাহার ! ওড়নায় ওড়া
           স্কুটারেতে চলে যায় বাঁকুড়ার ঘোড়া ।
    টগ্বগ্‌ হাইহিল্‌ চলে সব খুশদিল্‌
           কাঁথাফোঁড় মাথাফোঁড় বাঁকুড়ার ঘোড়া
    বালুচরী, বম্কাই, বেনারসী চম্কাই
           আমদানী জামদানী বাঁকুড়ার ঘোড়া
           এবার দুনিয়া জুড়ে শুরু হলো ঘোরা !



    অলংকরণ (Artwork) : রজত বরণ চক্রবর্তী
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments