• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ২৯ | মার্চ ২০০৩ | কবিতা
    Share
  • বেটিং : অভিজিৎ মিত্র



    কলির তখন সন্ধে
    রাস্তাঘাটের বন্ধে
    মাথার ভেতর ময়রা এসে
    পাক দিচ্ছে ছন্দে ।
    ওমনি মনে শঙ্কা
    হয়তো খেয়ে টংকা
    ফাঁস করে কেউ গোপন খবর
    তাই কি ভালো লংকা ?
    ঘাঁটতে যেতেই তথ্য
    বেরিয়ে এল সত্য
    হনুমানের বেটিংকাণ্ড --
    বাপরে, কি অকথ্য !
    অগ্নি জ্বেলে পুচ্ছে
    খাইয়ে দিতেই উচ্ছে
    তেতোমুখেই লংকাবাসী
    ওমনি আগুন ছুঁচ্ছে ।
    তাই না কলির ধাক্কা
    শুধুই মারে ছক্কা
    আগুনরঙা বল ও বোলার
    মারের ঘায়ে অক্কা ।
    রামায়ণেই সুপ্ত
    খবর এসব গুপ্ত
    বাকি খবর ? বুদ্ধু নাকি --
    এবার হলাম চুপ তো !


    অলংকরণ (Artwork) : রজত বরণ চক্রবর্তী
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments