• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ২৯ | মার্চ ২০০৩ | কবিতা
    Share
  • সময়-অসময়ের ছড়া (৯) : অভিজিৎ কর গুপ্ত

    সারি সারি থাম
    রঙচটা নাম
    সময় গিয়েছে চুরি --
    বারান্দা ঝোলে
    কার্নিশে খোলে
    রঙে রঙে বাহাদুরি ।
    রোদ্দুর পিঠে
    দুরন্ত মিঠে
    বেলা দিয়ে যায় ফাঁকি --
    এলোচুল মেলা
    ঘন হয় বেলা
    কত কাজ আছে বাকি !
    আনমনা ক্ষণ
    হারিয়েছে মন
    রোদ্দুর থেকে ছায়া --
    কত স্মৃতি ভাসে
    শীতকাল আসে
    ফেলে চলে যায় মায়া ।
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments