• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ২৯ | মার্চ ২০০৩ | কবিতা
    Share
  • মস্কোর স্মৃতি : সুজিত বসু



    ঠোঁটের দুফাঁকে মুক্তোর সারি, বুকের শঙ্খগিরি
    সোনারোদ্দুরে ঝলসে উঠতো হীরকের দীপ্তিতে
    শরীরকে বিভ্রমে মনে হতো স্বর্গে ওঠার সিঁড়ি
    অঞ্জলি ভরে দিয়েছো, বদলে কিছুই পারিনি দিতে

    কাশিরস্কায়ার নির্জন পথ হিমেলি তুহিন রাতে
    ম্লান জ্যোত্স্নায় মায়াবিনী, আমি তার আহ্বানে সাড়া
    না দিয়ে পারিনি, পথের প্রান্তে পৌঁছেই করাঘাতে
    ক্ষতবিক্ষত শরীরে রয়েছে গভীর রক্তধারা

    আমাকে আহত দেবতা যে তুমি ভেবেছিলে আমি জানি
    সান্ত্বনাভরে আনত লাজুক স্বর্ণকলস তুলে
    অমৃত পান করালে যাকে সে গরলের সন্ধানী
    দেবতার ছলে মন্দিরে শুধু এসেছিল পথ ভুলে

    শরীরে তখন ঝরনা মাতাল, শুধু বৃষ্টির গুঁড়ি
    গলা ফেটে যায় ধূ ধূ তৃষ্ণায়, কি দারুণ যন্ত্রণা
    ফুটতে না দিয়ে দুপায়ে মাড়িয়ে গিয়েছি গোলাপকুঁড়ি
    পাথর নুড়িতে ভরিয়েছি ঝুলি, চিনতে পারিনি সোনা

    এখন এখানে রুক্ষ ধূসর পথে পথে মরুভূমি
    তৃষ্ণায় গলা কাঠ, তবু নেই কাছেপিঠে নলকূপ
    কোথায় যে দেবদাসীরা লুকোলো, কোথায় লুকোলে তুমি
    মহাপাপী আমি, আতঙ্কে আর জ্বালাতে পারি না ধূপ

    প্রবঞ্চনার নীলাভ গরল নিবিড় সংগোপনে
    বুকের বেদীতে ধরায় ফাটল, একবার শুধু তুমি
    ক্ষমা করে দাও আমার ছলনা, যে পাপ আমার মনে
    তুমি না সরালে আমাকে যে দূরে সরায় জন্মভূমি ।


    অলংকরণ (Artwork) : রাজর্ষি দেবনাথ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments