• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ২৯ | মার্চ ২০০৩ | কবিতা
    Share
  • কেশগুচ্ছ সমাচার : সৌম্য দাশগুপ্ত



    খাটের পায়ার নিচে উনিশশো একাত্তরের ইঁট
    ৭ই অঘ্রাণ লেখা কোনও এক বাংলা কাগজে
    জড়ানো উদ্বাস্তুকল্প, সেদিনের নিউজপ্রিন্ট থেকে
    জবাকুসুমের এক কল্লোলিনী কেশগুচ্ছ দেখি ।
    উনিশশো একাত্তর, কিন্তু ইংরেজি তারিখটা জানা নেই
    সম্ভবত ছেঁড়া অংশ, শুধু ওই অগ্রহায়ণের
    তারিখটা মনে থাকে । রবীন্দ্রনাথের ছোটোবউ,
    ছোটোছেলে শমীন্দ্রও একই দিনে ছেড়ে গিয়েছিল
    কবির সংসার । কবি ভেতরে ভেতরে কষ্ট পান,
    গান লেখেন, চিঠি দেন, সে চিঠির ভেতরে কাজের
    জগত্সংসারজোড়া আয়োজন, ব্যথাকাতরতা
    এতটুকু নেই, তাই মনে থাকে ৭ই অঘ্রাণ ।

    আর মনে থাকে ওই উনিশশো একাত্তর । বাঙালির
    রবীন্দ্রনাথের পর উনিশশো একাত্তর ছাড়া আর
    কখনো কি কিছু হয়েছে ? ইঁটের নির্ভার সংবাদে
    এই গূঢ় সমাচার পাওয়া যায় না, কেশগুচ্ছ দেখি ।


    অলংকরণ (Artwork) : ভাস্কর সরকার
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments