• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ২৯ | মার্চ ২০০৩ | কবিতা
    Share
  • চুন্নি : ঋতব্রত মিত্র



    হ, তুমি মায়াবী ভারি, এ বাজির কী করি ব্যাখ্যান ?
    একমুঠ মাটি থিকা ক্যামনে উজাড় করো ধান !
    কোন জলপড়া নাই, মন্ত্র নাই, খালি অই চোখের সোহাগে
    ক্যামনে যাতনা সারে -- জুত হয় -- বড় শান্তি লাগে

    আতখা চোখের থিকা ক্যান তয় ধিকধিক ঝরাও আগুন ?
    সইতে নারি গো আমি সেই দিঠি, হিম হয় খুন
    খ্যাত ফুটিফাটা হয়, বেবাক শুকায় যায় ধান
    মিছা তো কমু না আমি, অচানক উদাস পরাণ

    তোমারে ধরতে আছি ওলো সই নাচার ললনা
    ভুইল্যা বইস্যা আছি তোমাতেও আছিল ছলনা
    এক বারে চাঁদ রাখো, এক বারে লগ্নে রাখো শনি
    চোর বনতে ইচ্ছা যায় যদি দেখি চোরের ঘরণী
    তুমি, দূরে যাও তুমি, চোখ থিকা ঘুম করো চুরি
    কালঘুমে দ্যাহ দিয়া আমিও আকাশগাঙে ঘুরি

    মগ্ন মউমাছি কবে রানী বিনা মউচাক বোনে ?
    একটি শুভ্র পুষ্প রাখো যদি আমার কাফনে ....


    অলংকরণ (Artwork) : রাজর্ষি দেবনাথ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments