• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ২৯ | মার্চ ২০০৩ | কবিতা
    Share
  • অরণ্য রোদন : প্রণব ভট্টাচার্য



    আমাকে একটি রাত বলেছিল : গাছেদের কাছে তুমি যেও না ।

    আমি জানি, গাছেরা আমার দোষ নিয়ে হাসাহাসি করে, আমার
    গুণ নিয়ে কানাকানি করে, আমার নাম নিয়ে লোফালুফি করে, আর
    আমায় সামনে দেখে তাকাতাকি করে ।

    আমি বিরক্ত হয়ে রাস্তায় নেমে যাই, শত চিল চিত্কারেও
    এতটুকু টসকাই না ।

    শহরের ঘনসন্নিবিষ্ট স্তনের মতো বড় বড় বাড়িদের আমি বেয়ে বেয়ে
    চলে যাই । চওড়া রাস্তায় রাস্তায় আমি চলকে যাই । শহরের প্রান্তে নদী,
    তার বাধ্য আনাগোনা । যেতে যেতে আমি সেখানে পৌঁছাই । আমার
    যাবতীয় মাঝারিয়ানা জড়ো করে পথে কিছু কিছু বাধাও টপকে যাই ।

    তারপর একদিন আমার শহর ফুরোয়, নদীও ফুরিয়ে যায় ।

    আর গাছেরা তাদের ব্যক্তিগত হানাহানির নিরবিচ্ছিন্ন অধ্যায়ের পর
    আমায় উপেক্ষা করে ।

    অথবা আসলে উপেক্ষা করে না ।

    একটি রাত এসে এবার বলে যায় : গাছেরা তোমায় বড় সমীহ করে ।


    অলংকরণ (Artwork) : রাজর্ষি দেবনাথ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments