• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ২৯ | মার্চ ২০০৩ | কবিতা
    Share
  • পালামৌ : কলাকাঁদি হিসাব : মাতিয়ার রাফায়েল



    প্রতিদিন কতশত কলা খাইয়া অবশেষ বিলকুল মূল
    সাবাড় করিয়া যায় মনুষ্য সকল হামেশা এ হিসাব
    তো কদাপি কোনদিন কোনকালে কোন রমণীরা
    করিয়াছে কিনা সে কী করিয়া জানিব হায় চিন্তবর্তুল
    ঘুরিতে ঘুরিতে দেখিলাম কিনা শকটে চড়িয়া এ মর্দ
    আমি জ্যামিতিক আ-রাম, পালামৌ ।
    পথে পড়িল হাজারীবাগ । দেখিলাম কলাকাঁদির সাঁটানো ফর্দ ।
    আর "এক কাঁদি সুপক্ক মর্তমান রম্ভা দোদুল্যমান ।"
    এই ঝুলন্ত দৃশ্য ভাঙিয়া আমি যত্পরোনাস্তি চমত্কৃত হইলাম ।
    "তাহারা, হাজারীবাগবাসী কলা খাওয়ার হিসাব রাখে
    গুণিয়া গুণিয়া" ও মাপিয়া মাপিয়া অতি সূক্ষ্ম গাণিতিক ।
    "অনেকে আছেন বড় বড় বিষয় মোটামুটি দেখিতে পারেন,
    কিন্তু সূক্ষ্ম বিষয়ের প্রতি তাঁহাদের দৃষ্টি একেবারে পড়ে না ।
    তাঁহাদের প্রশংসা করি না ।"
          পালামৌ ঘুরিতে আসিয়া এ বরাতে হালফিল আমি
    এই কলাজ্ঞানে জ্ঞানান্ত হইলাম ।


    অলংকরণ (Artwork) : রাজর্ষি দেবনাথ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments