• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ২৯ | মার্চ ২০০৩ | কবিতা
    Share
  • শুধু চার দিন ! : মনীষা ভট্টাচার্য



    উঠোনের কোণে কাঠামোটা পড়ে থাকে,
         খড়কুটো ওড়ে, হিমে নীল, রোদে জ্বলে ।

    ঘোলা ঘুর্ণিতে ভেসে গেছে দশ আয়ূধ,
    ফালি ফালি চেলি জলে ভিজে জ্যালজেলে ।
    ঘামতেল মাখা মুখে সেই টানা চোখ,
    মৃত্তিকাময় শরীরী জাদুর মায়া,
    সব ভেঙে গেছে । ভেসে গেছে চাঁদমালা ।
    টিনের খড়্গ, টুকরো রাঙতা, ছড়ানো ইতস্তত:
    এধারে ওধারে চালচিত্রের শোলা ।
    ছিলে চারদিন সবার চোখের মণি,
    তারপর হোল ভাসান স্রোতের জলে ।
    এই তো গল্প গৃহিণী কিংবা দেবী !
    প্রতিষ্ঠা করা প্রেমে বা পুজোর ছলে ।
    পুতুলের বুকে যদি প্রাণময়ী জাগে ?
    ভয় বড়ো তাই, যদি কথা কয়, জীবনের সংরাগে,
    তাই সাবধান -- শুধু চারদিন ষোড়শ উপকরণ,
    আহুতি, আরতি, ভোগ, তারপর
                     প্রতিমা বিসর্জন ।


    অলংকরণ (Artwork) : রাজর্ষি দেবনাথ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments