• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ২৯ | মার্চ ২০০৩ | কবিতা
    Share
  • তিনটি কবিতা : কৌশিক সেন



    মেঘদূতম

    কখনো ই-মেইল আসে একফালি রোদের মতন
    মেঘলা আকাশ থেকে বেজে ওঠে সেলুলার ফোন
    দূর কোনো মহাদেশে খুলে যায় পূবের জানালা
    সাদা মেঘে শব্দনীল, কুরে খাওয়া দূরত্বের জ্বালা ।

    এয়ারপোর্ট থেকে সবে বেরিয়েছি, বৃষ্টিতে রাস্তা ভিজে, চোখে ঘুম
    কি করছো এখন, হ্যালো, সাবধানে থেকো
    তোমাকে মিস করছি, বেশি রাত জেগে কাজ কোরো না প্লীজ,
    ঘুমিয়ে পড়ো
    ঘুমিয়ে পড়ো, এ ভিনদেশে একলা ঘুমে ।

    নির্বাসনে কাটে দিন আজও যক্ষ গমিতমহিমা
    যদিও পৃথিবী ছোটো ঘুচে গেছে কথার সীমানা
    তোমাকে খুঁজেও যদি পায় ক্লিনিকের ব্যস্ত অলকায়
    বিকেলে রাউণ্ড শেষে কোনো এক রোগবিছানায় ।

    তুমি কি সেলফোন নামিয়ে একবার চেয়েছ ওদিকে কাচের জানলা জুড়ে
    জমেছে বাংলার মেঘ, এ অবেলা কাজের সময়
    এ মেঘও আমার দূত তবে দিন বদলেছে, চিন্তা নেই চিঠি পাবে ঠিক
    বাড়ি যাও
    রাত্তিরে ই-মেইল কোরো, কথা হবে ।


    সংখ্যাগুরুর প্রতি

    এখনো আসেনি কেউ শ্মশানে অথবা গোরস্তানে
    মানুষ পোড়ানো শেষ হলে
    হাড় দিই মাটিচাপা, পিকনিক জমাই কজনে
    আগুনে সেঁকবো রুটি, মহামাসে হাণ্ডিয়া কাবাব
    খাবো দিনরাত
    আপনি আছেন বসে চুপচাপ
    চুপচাপ
    ধানক্ষেতে উঁকি মারে অসুইজ চাঁদ

    দেরি নেই
    আপনি যাবেন কাল সকালেই
    ফুটাবেন কত কথা, তেলেভাজা কত চাঁদাবই
    জমায়েত হবে কত রিপোর্টার
    মোহান্ত সচিব ও মোক্তার
    দাড়িওলা কাপালিক পাকা মথা ঝানু গুপ্তচর
    কমিটি ও কমিশন গুণে নেবে বেওয়ারিশ শব

    আছে যত ছিন্ন আটবিক
    পোড়া মাঠে আরো একবার খুঁজে নিক
    শিশুর প্রত্যঙ্গ কিছু মেলে কিনা
    নাকি মেলে মন্দিরের ভিত

    সব ঘড়ি বেঁকে গেছে, গুঁড়ি মেরে এগিয়েছে রাত
    ধোঁয়ার গন্ধ পেয়ে চনমনে অসুইজ চাঁদ


    রিকোয়েম

    পান্থ বাতাস এপ্রিলে এসো উইলোবনে
    ডালেরা সদ্য ষোড়শীর মতো
    যতখানি নারী, বালিকাও ততো
    কুঁড়িতে কুঁড়িতে অসহ্য কত সবুজের স্পন্দনে
    ক্যারোলিনা থেকে এসো ওহায়োর উইলোবনে ।

    পান্থ বাতাস এতো দেরি করে এবারে এলে
    অকাল হিমিকা ছুঁয়েছে আমায়
    তুমিও ছিলে না আমি অসহায়
    কুঁড়িতে বিঁধেছে বরফের ছুরি, পাতারা ঝরে
    ওহায়োর বনে রিকোয়েম লেখা, তুমিও গেলে

    পান্থ বাতাস জর্জিয়া হয়ে ফিরেছো নাকি
    এনেছো কি কারো ঘন নি:শ্বাস
    কালো চুল আর কেজুন সুবাস
    আমি শুখা ডাল, কোটরে আমার রবিন পাখি
    শুনাবে তোমায় শেষ দুটো কথা যা ছিল বাকি

    পান্থ বাতাস পাতারা আমার ঘুমিয়েই থাকে
    তুমি এসে গেছ, গলেছে বরফ
    সবুজের ছোঁয়া মৃদু সম্ভোগ
    ভিজে মাটি ভরে ঘাসেরা মেতেছে রমণরাতে
    ক্ষতি কিছু নেই, মিশে যাবো সেই মাটির সাথে


    অলংকরণ (Artwork) : রাজর্ষি দেবনাথ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments