• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ২৯ | মার্চ ২০০৩ | কবিতা
    Share
  • চাবি : কমল দে সিকদার



    একদা চাবি সংক্রান্ত কোন সমস্যা ছিল না ।
    তারপর কখন যেন একটি তালা থেকে
    ছোট, বড়, মাঝারি অনেকগুলো তালার
    প্রয়োজন হ'ল । এখন সমস্যা এই যে কোন
    চাবিতে কোন তালা খুলবে মনে রাখা
    দরকার । কোথাও চাবি ফেলে আসলে
    অসুবিধার কথা ভাবো । উপরন্তু
    ওগুলো হারিয়ে গেলে তো কথাই নেই ।
    বন্ধ দরজার সম্মুখে হতবাক বসে থাকা ।
    এক চাবিওয়ালার খোঁজে আছি -- যে
    দরোজাগুলো হাট করে খুলে দেবে । এবার
    তালাগুলোকে নির্বাসনে পাঠাবো ভেবেছি --


    অলংকরণ (Artwork) : রাজর্ষি দেবনাথ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments