• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ২৯ | মার্চ ২০০৩ | কবিতা
    Share
  • যেতে যেতে : হারিস মাহমুদ



    আমাকে ভুলে যাও, ভুলে যাও পুরনো কাগজ
    বৃত্তান্ত রেখো না ধরে ড্রয়ারে বুক পকেটে
    মনে করো ছায়া নেই, গাছটি মাঝরাতে
    ফলমূলসহ চলে গেছে মমতা আপার বাড়ি ।

    ভেবো না তুমি কি বলেছিলে রিকশায়
    যেতে যেতে, রমনা পার্কে ফুটেনি গোলাপ
    সেদিন আমার বুকেও বকুলের গন্ধ ছিলো না
    তবু নীরব সাপের মতো খেয়েছি চাঁদের নোনাজল ।

    ঝরে যদি ঝরতে দাও সব ফুল ; আমার তৃষ্ণা
    শুকিয়ে নীল হয়ে গেছে । মাটির ওপর হাঁটি
    কীটপতঙ্গের মতো উদাসীন । ভুলে যাও একদিন
    স্নানঘরে তোমার স্তনের বোঁটায় রক্ত ফুটেছিল ।

    রাতে গহীনে যদি বৃষ্টি হয়, মনে করো
    ও এক ঋতুর বিভ্রম । পাশ ফিরে আঁকড়ে
    ধরো আরেকটি আঁকা বাঁকা পথ । ভুল ট্রেনে
    হয়তো সত্যি পৌঁছে যাবে মমতা আপার বাড়ি ।


    অলংকরণ (Artwork) : রাজর্ষি দেবনাথ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments