• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ২৯ | মার্চ ২০০৩ | কবিতা
    Share
  • দুটি কবিতা : দীপশিখা পোদ্দার



    মেয়েটিকে

    মেয়েটিকে কাছ থেকে দেখি ।
    মেয়েটিকে দূর থেকে দেখি ।
    মেয়েটিকে ঘর থেকে দেখি ওর নিজস্ব শাড়ীর মতো ।
    দেখি দু:স্থ, রং চটে যাওয়া, সস্তা তাঁতের বোনা
    শাড়ীটির বেদম বাতাসে ছিঁড়ে যাওয়া, পাড় থেকে
    চূঁইয়ে নামছে রক্ত, রক্ত তুই অ্যাতোটা গোপন !
    ফ্যাকাশে রঙের সঙ্গে তোর নারীজন্ম অ্যাতোটা মানান !
    এই দ্যাখ তোর গায়ে আমি নারীজন্ম লিখেই দিলাম
    কিন্তু তুই বল
    মেয়েটিকে কাছ থেকে দেখে
    মেয়েটিকে ঘর থেকে দেখে
    ওর নিজস্ব শাড়ীর মতো করে আর ছিঁড়ে ফেলবি না
    ওকে আর ওড়াবি না টুকরো করে ... টুকরো করে ...
    টুকরো করে এপথে ওপথে ... বল ...



    ব্ল্যাকবোর্ড

    কী করে লিখব বল -- ভাষা বলতে তো ওই
    একটুখানি ছায়া শরীরে । অ্যাতো পুড়ে আছি,
    কত পুড়ে আছি, দ্যাখো ... প্রথম কৈশোর থেকে ...
    স্কুল-বাস থেকে ... ঝুল বারান্দায় কতবার ঝলসে গেছি হলকায়
    একদিন রাতে এক আত্মীয় আগ্নেয়গিরি তার তাপে
    কী বলবো পুড়েই যাচ্ছিলাম, উ: সে কী আগুন !
    আচমকা মা এসে দরজা খুলতে
    কোনমতে ভস্ম না হয়ে উড়ে যাই

    তুমি যত আগুনের কথা বলো, লেখো, আমাকে পড়াও
    চেনা লাগে খুব । আগে তো পড়েছি কত, বর্ণনাও লিখে দিতে পারি
    শুধু কাল রাতে, বাস্তবিক জীবনে প্রথম
    যে আলো আঁধারির লেখাটা পড়ছিলে, লাগছিল খুব
    ছিঁড়ে যাচ্ছিল যত সুতো পঠনেন্দ্রিয়ের -- তবু
    যদি কোনোদিন ছায়া দাও, জল দাও, দগ্ধ পালক সব
    উড়িয়ে সরিয়ে বর্ণমালা শেখাও পাখিকে -- তাই
    একবারও ও পাশ ফিরিনি ।


    অলংকরণ (Artwork) : রাজর্ষি দেবনাথ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments