• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ২৯ | মার্চ ২০০৩ | কবিতা
    Share
  • ব্লাড ব্যাঙ্ক : চিরন্তন কুণ্ডু


    রক্ত কিছু আক্রা নয় । হাসপাতালে যা বলে বলুক
    গাঁয়েগঞ্জে যান বাবু ফেলাছড়া যাচ্ছে কতশত
    শুকোচ্ছে দেওয়াল জুড়ে চাপ বাঁধছে পাটক্ষেতে
    সার দিচ্ছে ইতিউতি ডেলা ডেলা উঠছে টিউকলে

    তবে আজ্ঞে বাসি মাল -- এতদিনে ঠাণ্ডা মেরে গেছে
    টাটকা ধোঁয়া উঠছে চান তারও ব্যবস্থা আছে
    খরচা তত কিছু নয় কালীমার্কা দু'বোতল দু'মুঠো বারুদ আর
    ভালবেসে যা হয় দেবেন

    না কোন হুজ্জোত নেই এ তো নিত্যকার কাজ
    কত লাগবে কত চাই বলামাত্র হাতে হাতে ফল

    মিলিয়ে নেবেন বাবু -- পলক ফেলার আগে
    মাথাপিছু সস্তাদরে মুণ্ডমালা গেঁথে এনে
    যে যার কবরে ফিরে যাব
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments