• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ২৯ | মার্চ ২০০৩ | কবিতা
    Share
  • বিষণ্ণ জাহাজ : বিশ্বজিৎ মণ্ডল



    আমাকে যে বিষণ্ণ নদীটি দিয়েছ --
    আমি তাতে প্রতিদিন ডুবে মরি
    তবুও আমার শরীর থেকে মোছে না
         আজন্মের নীলপাপ
    কোলাহল থেকে উঠে আসা ভালোবাসার
    এক প্রস্থ জলতরঙ্গ মেঘ
    নদীর কাছে শোনায় -- তার হারিয়ে
         যাওয়া প্রেমিকের গল্প

    এভাবেই আমার স্বপ্নের মধ্যে মরে গেছে
    এক নদী ; মজে যাওয়া অন্ধকার থেকে
    রোজ উঠে আসে বেদনার বিষণ্ণ জাহাজ


    অলংকরণ (Artwork) : রাজর্ষি দেবনাথ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments