• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ২৯ | মার্চ ২০০৩ | কবিতা
    Share
  • দুটি কবিতা : বিপ্লব মাজী



    বাতিঘর

    প্রতিটি ব্যর্থতা নিয়ে
    ভালবাসা চেয়ে থাকে

    যেন কোন প্রয়োজন নেই তার,
    চুপচাপ বসে থাকা কাজ

    যেভাবে ও,টি,-র দিকে
    নির্নিমেষ চেয়ে থাকে আত্মীয়-পরিজন

    প্রতিটি দেয়ালের দিকে
    ভালবাসা তাকিয়ে থাকে

    কখন ভাঙবে দেয়াল
    ভেসে উঠবে সমুদ্রের গান

    প্রতিটি ব্যর্থতা নিয়ে
    ভালবাসা নি:সঙ্গ এক বাতিঘর ...


    জেব্রাক্রশিং

    তোমার চোখের দিকে তাকালে
    কেন মনে হয় :
    নি:শব্দে পার হচ্ছি জেব্রাক্রশিং

    আলো আর সমুদ্র
    দুই-এরই অনন্য স্বাদ
    ও চোখের তারায় তারায়

    মনে হয়
    চিরহরিৎ শস্যের মত তুমি
    জীবনে হঠাৎ যদি চলে আসো
    এতটুকু পৃথিবীতে ধরবে না আমাদের প্রেম ...


    অলংকরণ (Artwork) : রাজর্ষি দেবনাথ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments