• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ২৯ | মার্চ ২০০৩ | কবিতা
    Share
  • দুটি কবিতা : এ. কে. এম. আজাদুর রহমান



    গ্রহণকাল

    আমার গ্রহণকালের ভিতর আমি
    নীরব হয়ে বসে আছি
    পাঞ্জাবির গলি বেয়ে নেমেছে অন্ধকার
    সবুজ দীপ নিবিয়ে রাখে শত শত
    সূর্যের ভ্রূণ --

    জিভ আর যৌবনের লালসা ভুলে
    খানিক অন্ধকারে পড়ে আছি
    হয়তো বন্ধুর দরজায় আজ বারোয়ারি ভিড়
    আলোর ভিতর খেলেছে কবিতারা

    আমি নিরেট কমলালেবুর মতো একাকিত্ব নিয়ে
    শুধুই বসে থাকবো --
    গাঢ়তর শামুকের মতো গুটিবদ্ধ হবো
    মাতাল পাখিরা আজ ভরে দিক বনের আয়তন
    ভেসে চলি মনে মনে -- মেঘবাহন



    অন্য মনোরথে

    অলীক জীবনের কথা তেমন কি আর বলবো
    যাই স্পর্শ করছি, ঋণী হচ্ছি
    কাব্যগ্রস্ত হয়ে হয়ে যাচ্ছি নদীর মতো
    ফেলে গেলাম আলোর তোলপাড় -- সীমাহীন চিহ্নমালা

    পথকে পথ ভেবে আরো দিনের কথা ভেবে
    হলুদ রোদগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে ভেঙে পড়ে
    কাঁচা বিকেলগুলো গাঢ়তর হয় -- ফড়িং ওড়া মাঠে
    ত্রক্রমে ত্রক্রমে নিবে যায় দেনা পাওনা

    অবাক রাত্রিগুলো ঢুকে পড়ে শহরের পথে পথে
    ফিরে আসে ভাগীরথী -- ফিরে আসি আমি -- অন্য মনোরথে


    অলংকরণ (Artwork) : রাজর্ষি দেবনাথ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments