• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ২৯ | মার্চ ২০০৩ | কবিতা
    Share
  • দেশ : অনুপম চট্টোপাধ্যায়



    তোমার চোখের তলাতে সজল কালি ।
    কাজল পরছো আজকাল
    নিরুপদ্রবে ধরছো গোধরাতে
    বিকেলের ট্রেন ;
    পেট্রাপোল পেরিয়ে --
    ময়মনসিংহ, রাঙামাটি ।

    হলুদ মাটি সেঁচে -- কুড়চ্ছো অভিশাপ,
    তোমার বিরাট আঁচলে,
    গুণে গুণে,
    হিন্দুকুশ চূড়া থেকে --
    ছড়িয়ে দিচ্ছ আবার, ফুলমালা ।

    সোনাল মাটি আমার -- চিনছো,
    কাকে বলে রাজনীতি ।
    পরছো চোখে --
    শ্যামলা কাজল,
    পোড়া কাঠের ।


    অলংকরণ (Artwork) : রাজর্ষি দেবনাথ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments