• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ২৯ | মার্চ ২০০৩ | কবিতা
    Share
  • জলপাইছাত্রী ও শীতলতা : অভিজিৎ মিত্র



    কচি সবুজ মুড়ে রেখেছে ঈষৎ ধনুক মসৃণ কলাগাছ
    মুখোমুখি আলোয় মিশচেনা চোখে গুণছি
    নিথরসময় মৌনমিছিলের দিশারী
    জলপ্রপাত
    খুব ইচ্ছে, পাশে বসিয়ে হাত বুলোই পিঠে --
    তখনি লহমাঠোঁটে মন্থর শব্দচিত্র আলগা ডুবিয়ে
    ওড়না ঝুঁকে তাকাল একদম পাশে,
    ঠিক যেন রোদে চুবোনো একটানা পাইন
    শীতসবুজে বৈদূর্যশাংএংএস্ত্রর মুখোমুখি আমি
    আজো শুঁয়োপোকা ভয় নীচে
    তোমার ছায়াকে জড়িয়ে ধরে চেঁচিয়ে উঠেছিলাম --
    যদিও
    জানি তোমার শরীরের একেক টেরাকোটা
    সযত্নে বাঁচিয়ে চলছিল আমার প্রতি
    জ্যোত্স্নাফোকাস অবশেষে
    স্তব্ধন আকুতি ওঠে কবিকোষে --
    আরোহন দাও বালিকা
    মিশে থাকি উষ্ণতুর আদিশীতল
    ও কাঁধসৈকতে, জলপাইফলে ।


    অলংকরণ (Artwork) : রাজর্ষি দেবনাথ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments