• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৩১ | অক্টোবর ২০০৩ | কবিতা
    Share
  • দিন যায় : অপূর্ব রায়

    !-- রেললাইন থেকে পাওয়া কাগজ

    বাতাস নিল চোখের জল
    সাক্ষী জলপিপি
    দীঘির পাড়ে হাতে খড়ি
    অচিন বিধিলিপি ।
    আঙুল ছুঁয়ে নরম পালক
    নিথর মৃত পাখি
    সেদিন ছিল প্রথম অশ্রু
    সারাটা পথ বাকি ।
    দ্বিতীয় অশ্রু অরুন্ধতী
    মনে আছে কি তোর
    রাতটা ছিল আকুল ভুলের
    সংশোধনের ভোর ?
    চাঁদের নীচে অন্ধকারে
    মিথ্যে মাখামাখি
    মুখোশ খুলে উড়ে গেল
    শহরবাসী পাখি ।
    দশটা বছর খর রোদে
    অনেক ঝরাপাতা
    তেঁতুলতলা লোকাল ট্রেন
    রাতের কলকাতা ।
    মধ্যিখানে কয়েকটা দিন
    সিঁদুরমাখা ভিন্ন
    রোমশ বাহুর ফাঁকে ছিল
    তৃতীয় অশ্রুচিহ্ন ।
    বাদুড় নখে বিষদাঁতে
    ক্লিন্ন করে মন
    উথালপাথাল রক্তনদী
    কোষ বিভাজন ।
    অত:পর শিকারী মথের
    নোঙর বনান্তরে
    বীজের মৃত্যু অসময়ে
    কী শুভ মন্তরে ।
    শেষ অশ্রু অরুন্ধতী
    এখন অন্ধকারে
    রাত্রি চিরে আসছে জীবন
    আমায় ভুলিস নারে ।

    দিন যায়


    --
           ঘিরে থাকা মুখ অপরূপ
    ডুবে গেল জীবনের জলে;
    এখন রুপোলী রেখা প্রদোষের ঘুম ভাঙা অলস বালিশে,
    না বলা কথার ভ্রুণ,
    পথচলা কিশোরীর কলহাসি, দুপুরের ডালপুরি,
           ফাইলে পানের দাগ
    মুখের মিছিলে আর রাজপথে পড়ে আছে কালবেলা ;
    তবুও তাসের আড্ডা গরম চায়ের স্বাদ
           ভিড় বাসে গোলাপি আঁচল ।

    চলে যাবে এও চলে যাবে ছেড়ে দিতে হবে পথ জানি
    জং ধরা দিন নেবে রিলের ব্যাটন -
    কথার কঙ্কাল নিয়ে থেকে যাবে বিবর্ণ খোলস,
    ব্যর্থ গণিকার মত শূন্য প্রতীক্ষায় বলে যাব -
    একটু দাঁড়াও হে বিলীয়মান দিন ।


  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments