• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৩১ | অক্টোবর ২০০৩ | কবিতা
    Share
  • তিনটি কবিতা : অনির্বাণ রায়চৌধুরী



    পুরানো সেই দিনের কথা

    হিজলপুকুর রোড । অজ্ঞাত রোদচুড়িদার ।
    প্রথার ওপার থেকে ডায়েরিতে নেমে এলো
    চেনা চেনা বসন্তের ঘ্রাণ ।

    দুরন্ত ফ্যানের বাতাসে লুকোচুরি ।
    মাথার মধ্যে মাছির মতো ভন্ভনে
    ছেঁড়া ইতিহাসপাতা ।
    ক্যানভাসে মাটিঘর । বর্ষায় ধুঁয়ে ধুঁয়ে নামে ।

    তবু তার ছবিখানি
    বহুদিন রাখা আছে
    ছেঁড়াপোড়া হৃদয়ের খামে ।


    দোটানা

    হলুদ দালান ।
    কার্নিশ । পাখিটার নাম জানা নেই ।
    অজ্পাড়াগাঁর ছেলে অবাক দুচোখ ।
    ডানা থেকে নেমে এসে বাদামি আঁচল,
    ছুঁয়ে দিলো সবুজ বোতাম ।
    অভিধানে উত্সব তাথৈ তাথৈ -
    নামহীন পাখিটার নাম ।

    ছেলেটি পাগল ।
    দোলাচল । ভবঘুরে বলে কেউ কেউ ।
    মনজুড়ে অনামিকা সেদিন দুপুর
    মরুঝড় উথাল পাথাল ।
    পড়িয়াছে দোটানায় কোনদিকে যাবে -
    পাখিটা না বাড়ন্ত চাল---


    রাত্রি যা যা জানে

    রাত্রি জানে মৃত্যুনীল উপত্যকা,
    প্রথম দ্যাখা, শরীরদীপ জ্বলতে থাকা ।

    রাত্রি জানে কুঝিক্ঝিক্‌ স্বপ্নঘুড়ি,
    হাতে লাটাই, মাঞ্জাসুতো, দিব্যি উড়ি ।

    রাত্রি জানে আত্মঘাতি তরুণসেনা,
    ফুঁপিয়ে কাঁদে, হাতে যখন ধার থাকে না ।

    রাত্রি জানে বালিশ ভিজে শোকের ছবি,
    বুকের ভাঁজে ঘা দগ্দগ্‌ তরুণকবি ।



  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments