• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৩২ | জানুয়ারি ২০০৪ | কবিতা
    Share
  • দু'টি কবিতা : তিলোত্তমা মজুমদার



    তার মৃত্যু হোক

    ধরো, মেঘের আড়ালে সেই মুখ আছে
    ধরো, মেঘ সরালেই তুমি দেখে ফেলো
    তার নাম আলো দিতে চাও তুমি ?
    ধরো, তারও দহন চমকাল ।

    কী হবে তখন ?
    তাকে অন্য নাম দিয়ো । সামনে বোলো না ।
    জেনে কষ্ট পাবে ।
    যে-মুখ ভুলতে চাও, ভুলতে পারোনি,
    যে-মুখ আড়াল ক'রে উজ্জ্বল অজস্র গোল ছাপ
    তাকে ঘিরে দিবারাত্রি মেঘের প্রলাপ ।

    ধরো, মেঘ সরাতেই তাকে প্রতিবার
    দেখেছ নিবিড় ব্যগ্র ।
    ব্যগ্রতাকে স্তোক দিয়ে, উন্মাদ ধারণা ক'রে
    একবিন্দু ঠোঁটও দিলে না
    মেঘের আড়ালে সে-ই অকস্মাৎ মরে গেলে
    তখন তোমার গায়ে লেগে যাবে ছিটে ছিটে শোক

    তখন তর্জনী দিয়ে ঠোঁট থেকে তার -
    ধরো, ঠোঁট নীল, চোখ দুটি পুরো বিস্ফারিত -
    মুছে দিয়ো মৃত্যুর নালিশ ।
    ধরো, গলনালিকায় দাগ, তবু
    তোমার স্পর্শের জন্য হৃদয় সুস্থিত
    তখন তোমার গায়ে লেগে যাবে ছিটে ছিটে শোক
    এই প্রত্যাশায়, আজই এখুনি তার হোক, মৃত্যু হোক ।




    তুমি সুস্থ হলে

    যদি একবার বলো, একবারও জানতে চাও যদি
    আমি কী বলব জানো ? আমার না বলা কথা যত
    হয়ে যাবে শান্তিপ্রবাহিনী, হয়ে যাবে সুগভীর নদী

    বলো বলো আরও একটু । আরও জানতে চাও
    এই আশ্চর্য জীবন কী দিল তোমাকে, কী কী দিল না
    লাঙ্ছিত সময় থেকে একমুঠো আলো তুলে নাও

    এসো । আজ সব ক্লান্তি আর কষ্ট আর রাত্রি ধুয়ে যাক
    যখন বৃষ্টির দিন, যখন জলের মধ্যে শীত
    তোমাকে বুকের ভাঁজে - ঠোঁটের ভিতরে ঠোঁট - আগুন পাঠাক

    তোমার পায়ের নিচে ফোসকা পড়েছে, আর ক্ষত
    কাছে এসো, উপশম হবে । মুছে দিই, দিই যত্নে ধুয়ে
    মা হয়েছি । তোমার অর্ধেক থেকে মাতৃত্বে নিরত ।



  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments