• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৩২ | জানুয়ারি ২০০৪ | কবিতা
    Share
  • অন্তর্গত ব্যথার দিকে : তন্ময় ধর



    ঠিকঠাক গোছাতে পারিনি শব্দগুলো -
    শ্রান্তভিতে শুধু দৃষ্টিকাব্য মেলা ।
    বৃত্তান্তের শেষ বৃষ্টিরেখায়
    ছায়ার বাঁশিটুকু নামাতে নামাতে
    তাই সুরের উপর বসিয়ে নিই কথাগুলো,
    শস্য ও তৃষ্ণায়ণ
    এবার ঢেকেছে বজ্র-আভায় ।


  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments