• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৩২ | জানুয়ারি ২০০৪ | কবিতা
    Share
  • বিদেশী চুপকথারা: ১৮ : শুভাশিস চট্টোপাধ্যায়



    বিদেশী চুপকথারা : ১৮

    বিমোহপলে তাড়াহুড়ো লেগে আছে --
    (বহুৎ জি ...) সারাদিনে সেকেণ্ড-মিনিট-ঘন্টারা
    একে অপরকে ছুঁতে চায় । টান্‌-টান্‌ ওঠা নামা ।
    রাতও সকাল-সকাল শেষ হয় ব্যস্ত সকালে ।
    ভালো লাগে কিনা বোঝার আগেই
    বাসস্টপের দরজা খোলে এবং বন্ধ হয় --
    কবিতা বড় বেশি সহস্র মাত্রার পঙ্ক্তি নিয়ে
    আছড়ে পড়ে অবিরাম ছন্দে ।
    আর, দিন-মাসের হিসাব
    ছাড়িয়ে আরক্ত মুহূর্ত পরিসংখ্যান জমা
    করে ল্যাবরেটরি নোটবুকে --
    অজানা সত্যিকে খোঁজার নেশায় .... ।

    !---


    বিদেশী চুপকথারা : ২০

    এক পথ আলো এক পথে বাধা দুচোখে বালি
    মন খালি রাখা
    এখনও তো এদিক-ওদিক দুইতালে ঢেঁকি
    পড়ি এবং পড়ি না ধপাস
    এ পথে রাম ও পথে রাবণ মাঝে সমুদ্র
    লাফাতে শিখিনি এখনও
    পালিয়ে যাবো না তবু হারিয়ে যেতে চাই
    পারি এবং পারি না এমনই
    ওষুধ, মধু-পল, মূর্চ্ছনাগীতি আর নিদ্রা
    আমৃত্যু তবু আত্মিক নয়,
                 মাঝামাঝি কিছু নেই কি ?!

    --
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments