• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৩২ | জানুয়ারি ২০০৪ | কবিতা
    Share
  • দুটি কবিতা : ঋতব্রত মিত্র



    মাঝরাতের কবিতা

    রাতের আওয়াজ এত ভারি আজ
    বারোটা সময়
    হিমেল ঝিঁঝিঁর ডাক, কুকুরের আবছা গর্জানি
    দুপুরের গাছ বলে যাকে খুব জানি
    দূর-মাঠে তাকে এই রাতের দুপুরে
    দু'হাত বাড়ানো এক অশরীরী ভ্রম হয়
                 যেন কোনো নারী --
    পলকা হাওয়ায় তার কালো চুল
    মাটি থেকে আকাশ ছুঁয়েছে ;
    ডাকছে সে -- আয়, আয়
    নিশিডাকে যাবো ? চলে যাবো ?

    কাছে-পিঠে লোক নেই-- পিছুটান অনেক পেছনে ;
    অন্ধকার ঘন নয়--সোনায় খাদের মতো
    আলো এসে মেঘলা চাঁদের
    ছমছম চাপা হাসছে -- আয়, আয়

    অত দূর মাঠ
    আলপথে সর সর -- সর-ওঠা দীঘি-জলে ঢেউ

    কেউ কি শিকার হোল ?
    শীত্কারে শিকারী শিকার !
    রোমকূপ রীতিমতো জেগে ওঠে
    এই মন -- এ শরীর -- এই রাত ধূ ধূ
    একবার ভালো লাগে
    পরক্ষণে ভয় হয়
    প্রকৃতিতে নারী নেই -- নারীর ধারণা আছে শুধু !







    অভিযাত্রী

    নৌকো - গহন মাঝিটি তার হেসে
    একটু যায়, একটু ফিরে আসে
    নৌকোটুকু উল্টে গিয়ে পুরো
    খেলাচ্ছলে দাঁড়ায় ঢেউয়ের পাশে

    ডুবতে গিয়েও ডোবে না পুরো, জল
    অস্থির খুব - এই ওঠে, এই নামে
    ডাঙা এগোয় ডিং মেরে জল কেটে
    মাঝির হাতের বৈঠা লেগে থামে

    যাত্রী দ্যাখে শব্দ ক'রে ক'রে
    বৈঠা খোঁড়ে গর্ত, তার শেষ
    শুরুর মুখে মিশতে চায় আর
    যেখানে যত নৌকো সমাবেশ


    ডুবিয়েছিল যেসব যাত্রীকে
    তাদের কিন্তু মরেনি একজনও
    তাদেরই হাড় ফিসফিসিয়ে বলে,
    নতুন ক'রে জন্মকথা শোনো

    শুনতে শুনতে ঢেউ ওঠে, ঢেউ পড়ে
    শুনতে শুনতে যুগ আসে, যুগ যায়
    নৌকো সমেত মাঝিটি একই থাকে
    যাত্রাপথ, যাত্রীটি বদলায়



  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments