• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৩২ | জানুয়ারি ২০০৪ | কবিতা
    Share
  • ডিপ্রেশান : পিনাকী ঠাকুর

    বৃষ্টি হ'লে ডিপ্রেশান, অকালে এই শহরে মেঘ
    অসময়ের বাদলধারা তোমার গন্ধ মনে পড়ায়
    বর্ষামাঠে ক্রিকেটম্যাচ, অফ্‌ স্টাম্পের বাইরে লেগ
    ইণ্ডিয়া টিম জিতলো বলে সকল শিশু বাইরে ধায়
    বৃষ্টি মানে সারাটা দিন বন্দী হয়ে স্বপন মানি
    তুমি আমায় যতোই জানো আমি কি আর সবটা জানি ?


  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments