• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৩২ | জানুয়ারি ২০০৪ | কবিতা
    Share
  • দু'টি কবিতা : কিশোর ঘোষ



    প্রাতর্ভ্রমণ



    আহত রাত আকাশ থেকে নেমে গেলে
    রোগীর স্নায়ুতন্ত্রেরা হাঁ করে তাকিয়ে থাকে
    ভোর হওয়ার দিকে --

    ঘুমের কলোনি নাড়িয়ে
    প্রথম ট্রেনের শব্দ চলে যায়
    খুলে যায় সারা রাত বন্ধ থাকা জানলাগুলো

    প্রাতর্ভ্রমণ দেখে --
    ঘুমভাঙা অসুস্থ প্রেমিকার ঠোঁটে
    লাল লিপস্টিক রঙের আলো পড়েছে





    জেব্রা ত্রক্রসিং



    শহর আকাশের ছায়াপথ
    রাস্তা পার হবো, ওপা.ংএর তুমি
    ওপারে. আলোকসজ্জা

    শহর আকাশের ছায়াপথ
    একটি দীর্ঘশ্বাস পার হবো বলে
    দাঁড়িয়ে থাকি
    ওপারে. অগুনতি তারা
    গর্ভবতী অন্ধকারে তুমি


  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments