• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৩২ | জানুয়ারি ২০০৪ | কবিতা
    Share
  • শীতঘুম পর্বে লেখা : অর্জুন বন্দ্যোপাধ্যায়





    তারপর আমি ভাস্কর্য শিল্পের ডান পাশে হাত রাখি । অথচ
    বেড়ালের থাবা থেকে স্নানাগার কত দূরে আমাদের জানা না
    থাকায় যখন পথগুলো জাহাজের ডেকের মতো দাঁড়িয়ে ছিল
    আমরা কোনো ফ্লুরোসেন্ট ব্লু রঙের পতাকা ওড়াতে পারিনি ।
    এখন পাতকুয়ো থেকে চক্রাকারে যতিচিহ্ন উঠে আসে । আর
    সমস্ত জলকাহিনীর পর অবধারিত করতল খোলা জানালা সিঁড়ির
    দিকে






    নীলরঙের সেই বিষয়টা থেকে বৃষ্টি আসছে ।

    এখনও দিনকালের ভিতর ভ্রূণপালক ।
    আর নিষ্ক্রিয় বেলুনের গায়ে অবৈধ তুরপুন ।





    মিশরীয় ডাইরির পাতা খোলা । লোমকূপে পেন্সিলের দাগ ।


    আর ঝুলন্ত পালকির গায়ে যৌনযুদ্ধের দ্বিতীয় পর্ব ।


  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments