• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৩২ | জানুয়ারি ২০০৪ | কবিতা
    Share
  • নির্বাসনপর্ব : অনির্বাণ রায়চৌধুরী



    (এক)

    কথা ছিলো বাজবার অঙ্কুরণকালে,
    কথা ছিলো পুবাকাশে ডানা মেলে দেবো ।
    দুটি পাখি একসাথে চাঁদের কপালে,
    চাঁদ নয়, ভালোবেসে তোকে হামি খাবো ।

    বাসিফুল । ফুলদানি ভরা আছে শোকে,
    ব্যালকনি একা একা বিকেলে ঝিমায় ।
    পাড়ার রোমিও এসে সিটি মেরে ডাকে,
    তোর ছবি ক্যানভাসে । চোখ ভিজে যায় ।

    ঝাপসা দুচোখে আঁকি কবিতাবেহালা,
    বাতাসে সজীব হয় স্মৃতিনিমফুল ।
    ছবিটা সাজাই তোর । শিমুল বকুল ...
    সন্ধে নামে । ভেঙে যায় অলৌকিক খেলা ।

    খেলা গড়ি, খেলা ভাঙি, খেলা নিয়ে আছি --
    অপেক্ষাতে । নাম তোর গায়ে মেখে বাঁচি ।




    (দুই)

    বিমর্ষ রাতের যত ধমনি শিরায়,
    ঘনকালো অন্ধকার বীজের গভীরে,
    যতটুকু রক্তস্রোত প্রবাহিত হয়,
    সব একদিন ছিলো আমার শরীরে ।

    বাগানে রুয়েছি আজ নির্বাসনবীজ,
    খাতায় এঁকেছি দেখো নিজের কঙ্কাল ।
    গভীরে ক্ষরণ মাখা, পোশাকে সজীব,
    খড়কুটো জড়ো করা, দহন সম্বল ।

    সঙ্গ চাও ? বেশ বেশ, মৃত্যু সঙ্গ দেবে ।
    কাছে এসো, হাত ধরো, সামনে দাঁড়াও ।
    ভয় নেই, চুপচাপ জামা খুলে দাও,
    ঠোঁটেতে নামাও ঠোঁট । তপ্তলাভা পাবে ।

    এখানে বেঁধেছি বাসা, ছিন্নভিন্ন মন,
    মৃত্যুস্রোতে ভাসিয়েছি স্বপ্নতপোবন ।




    (তিন)

    মেঘলা ফ্ল্যাটের পাশে রোগা ডটপেন ;
    আমাদের প্রতিবেশী জিনসপ্যান্ট কালো,
    ব্যালকনি শীত শীত, সামনে দাঁড়ালো ।
    ইশারাতে ডাকি তাকে, উষ্ণতা দেবেন ?

    ইচ্ছেগুলো একা একা, আদিমতা ঠোঁটে,
    প্রতিবেশী ফ্ল্যাটজুড়ে সূর্যমুখী ফোটে ।
    ঘর খোলা, ছাঁট আসে, দেহ ভিজে যায়,
    স্বপ্নচোখে চেনাছবি, সামনে দাঁড়ায় ।

    দাও না আগুন প্লিজ, প্রতিবেশী ফ্ল্যাট ।
    আমরা কি এভাবেই বৃষ্টিনামা হিম --
    শুধুই কুড়িয়ে যাবো ? জমে হবো কাঠ ?
    এভাবেই আমাদের ভেঙে যাবে দিন ?

    কাটছে না দিন আর, লাগছে না ভালো,
    হাত ধরো প্রজাপতি, পুড়ে মরি চলো ।


  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments