• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৩২ | জানুয়ারি ২০০৪ | ছোটদের পরবাস | কবিতা
    Share
  • উপহার ২০০৩ : কৌশিক সেন



    তোমার হাতে কি বা পাঠাই
    সেরা জিনিস কোনখানে পাই
    এই বাজারে তেলের খনি
    মিছিল হুজুগ রামপিটুনি
    মগজ ঠাসা ঘুঁটের আড়ত
    দামাল ছেলে জড়ভরত
    ধরছে টিকি দাড়ির বুলি
    ফেজ টুপি আর নামাবলী
    বন্ধ ঘরে ইনকিলাবি
    মানুষ মারা গ্যাসের চাবি ।

    এমন কপাল হায় বিধাতা
    রয়েই গেলাম ব্যাঙের ছাতা
    তোমায় পাঠাই এমন সেরা
    কি আর আছে নাকটি ছাড়া
    তাই ভেবেছি নাকের বাহার
    পাঠাই যদি এমন দেদার
    হয়তো তোমার পসন্দ হলে
    নরুন ছেড়ে নাকই নিলে ।
    ভোঁতা নরুন কি রূপকথা
    হারিয়ে যাওয়া নাকের ব্যথা ।


  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments