• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৩৩ | এপ্রিল ২০০৪ | কবিতা
    Share
  • `এ পরবাসে ...' : শমিত দাশ

    শিক্ষিত তরুণ তাই ল্যাপটপ্‌-এ ই-মেল দেখাই
    শিল্পী পিসি ডেট্‌ দেন, "শিজ্‌ অবসেসড্‌ উইথ মি ..."
    পলকে ছাড়ি খোলস -- যদি সাড়া বা সায় না পাই ;
    বিষ-পান, ভাঙি কান, তড়পাও `মুটিপিসি'-স্বামী ।

    পূজোটাই বিজ্ঞাপন, ফাউ ভোগ, স্টেজে হুলি-গান,
    স্ক্রিপ্ট্‌-মাতব্বরি, ইগো, `সম্পর্ক' না-গড়ে ছাড়াছাড়ি ;
    সংস্কৃতি-মোড়কে কিছু রাজনীতি, জোট, সান্ধ্যপান
    বণ্ড-ভেঙে গাড়ি, বাড়ি ... কেষ্টবিষ্টু হ'তে তাড়াতাড়ি ।

    রবীন্দ্র-সুমনে যুদ্ধ, তোলপাড় -- মমতা ? না বুদ্ধ ?
    ছবি, আড্ডা, কবিতায়ও শরীর-ঘেঁষা-ই আধুনিক,
    মুক্ত হাওয়ার তেজে হাঁসফাঁস, শ্বাস অবরুদ্ধ
    কিটিপার্টি, `সেন'-সেক্স, বিনোদনে ব্যাণ্ড্‌-লিমেরিক ।

    গোনা পা, বাঁধা কথায় সীমাবদ্ধতার নিয়ে গ্লানি
    প্রাণ ধারণের আর দিন যাপনের রাজধানী ।




  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments