• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৩৩ | এপ্রিল ২০০৪ | কবিতা
    Share
  • দুটি কবিতা : রূপা দাশগুপ্ত

    ॥ এক ॥

    যুবতীর হাসিগুলি নক্ষত্রের মতো
    ঝরে যায় মধ্যরাতে
    তার প্রপাতের খোঁজ
    রাখে না বান্ধব
    জঙ্গল অন্তর্ভেদ, পাখিদের শীত্কার
    নোনাপাথরের গায়ে
    সমবেত লালা রেখে ফিরে যায় বাঘ
    উপত্যকা বস্ত্রহীন হলো
    এবার এসো হে চাঁদ, তোমার লাটাই
    গোটানোর পালা শুরু করো ।


    ॥ দুই ॥

    ট্রফি জিতে ফিরবার পথে
    দেখা হলো মুহূর্তের

    তখন ক্লান্তির ফেনা বিছানো তোমার চুলে
    আমারও কি হুঁশ ছিলো কোনো

    ম্যাটাডোরে ছেঁড়া মালা, হইচই হাট
    সব ফেলে চলে যায় চোখ জুড়ি
    তারে কাটা ঘুড়ির পেখমে ।



  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments