• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৩৩ | এপ্রিল ২০০৪ | কবিতা
    Share
  • (যারা কবিতা লেখে) : প্রশান্ত চক্রবর্তী

    কুলকুলির মাঠ পেরোলেই
    দিকগুলো কেমন যেন অস্থির, এলোমেলো হয়ে যায় ।
    ঈশানে নৈঋতে আর কোনো বিবাদ থাকে না,
    কালপুরুষ থাকে না অতন্দ্র প্রহরায় ।
    দুদণ্ড জিরিয়ে নেয় ।

    সেখানে সময়ে অসময়ে
    একদঙ্গল বসে গেছে ব্যস্ত ছুতোরের মতো
    গাঁ-গাউরির কড়চা নিয়ে ।
    আহা, বড়ো মমতায়, বড়ো যত্নে-আদরে
    চুলচেরা হিসেব করে অনর্থের দাম ।




  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments