• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৩৩ | এপ্রিল ২০০৪ | কবিতা
    Share
  • পরিক্রমণ : মহুয়া মল্লিক রায়

    কেউ কেউ ছবি হয়
    তোমার ইজেল-ক্যানভাসে ।
    যেখানে ডানা থেকে মুছে যায়
    হিমেল ভোর মাখা গহীন অরণ্য ।

    যেখানে নি:শব্দ বৃষ্টিপাতে
    মুছে যায় বিবর্ণ ধারাপাত
    জঙ্ঘা জুড়ে নেমে আসে ভূমধ্যসাগর ।

    দূরায়ত বিজ্ঞাপনে মুছে যায়
    শেষ বিকেলের রামধনু ।
    সেই অসম অববাহিকা জুড়ে
    কেউ কেউ ছবি হয়
    নির্বিকার অভিশাপে ।




  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments