• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৩৩ | এপ্রিল ২০০৪ | কবিতা
    Share
  • তিথি : কৌশিক সেন

    কখনো রাত, উজানে ভেসে যাওয়া
    কখনো সিঁড়ি, চিলেকোঠার ঘর
    ভেজানো পাতা সোনালি ছাঁকনিতে
    নিমেষে শেষ বিরল অবসর ।

    সময় কেনা যদিও চড়া দামে
    খেয়ালও নেই বছরে কোনো দিন
    হারানো কথা খুঁজেছে তার মানে
    কেন যে রোদ, কেন যে রিমিঝিম ।

    দেবে না পাড়ি পিদিম-ভাসা স্রোতে
    পিছনে ফেলে ঘাটের জাঁতাকল
    কাগুজে সুখে জড়ানো লালফিতে
    তাকিয়ে দেখো উঠোনে হাঁটুজল ।


  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments