• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৩৩ | এপ্রিল ২০০৪ | কবিতা
    Share
  • পথ চলে ছায়ার হাত ধরে : হারিস মাহমুদ

    পথ চলে ছায়ার হাত ধরে আঁকা বাঁকা স্বপ্নের মতো সারা দিনমান
    আজ সে ভীষণ ক্লান্ত
    তাই সে মাকে দেখতে বিকেলের ট্রেনে যেতে পারেনি কল্যাণপুর
    মা বসে আছেন হাসপাতালের জানালায় অপেক্ষার শিকল ধরে সেই
    সূর্যোদয় থেকে
    বাতাসে যেন পানি নেই এমন হাহাকার তার হৃদয়ের আগুনপোড়া ঘরে
    তবু `জীবন, জীবন' বলে পাখি ডাকে পাঁচিলের ওপর
    মায়ের চোখের মতো আর কোনো পুকুর নেই
    নির্জন স্টেশনের বেঞ্চিতে শুয়ে
    পথ ভাবে এ পৃথিবী মায়ের মতো নয়
    পুকুরের পানিও কেঁদে কেঁদে মাঘের খরায় শেষ হয়ে যায় ।

    অস্তগামী হরিণীর চোখের মতো
    মাকে একদিন অন্ধকার খুঁজে দেবে পথের ঠিকানা ।




  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments