• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৩৩ | এপ্রিল ২০০৪ | কবিতা
    Share
  • দুটি কবিতা : দোলনচাঁপা চক্রবর্তী

    ডায়েরি

    অ্যালবাট্রস উঠে আসছে ডানা ঝেড়ে বেলাবেলি দূরবীনে পৌঁছাবে
    খালি ট্রেন, বালাপোষে মাঠালপুকুর
    শাঁখঢেউ নিংড়িয়ে হাওয়া
    অনুপুঙ্খ মেলে দিচ্ছে প্রবালশরীর
    মৃদু ঝড় ডেকে আনলো স্নান
    ধানগোখরো ছুঁয়ে ফেলে
    শাটার নামিয়ে নিলো রোদ্দুরপশ্চিম
    বারান্দার দুইকোণে অবেলার চিঠি

    খাম খোলা হার্ডরক অতলান্ত ছুঁলে
    কুয়াশাবৃষ্টিতেই প্লেন মায়ামী ছাড়াবে ।


    রূপকথা

    যৌগিক বৃন্তগুলি কমলাকোয়ার মধ্যে সন্নিহিত দিন
    তবু চাপিয়েছি ধুলোমাটি,
    আলো ঢেলে গুছিয়েছি সিডার বাকল

    পেন্সিল ফিরিয়ে দেওয়ার মতো সখ্য সময়ে ছাতে যাবো ।
    উড়ন্ত বালিকণা ছোঁয়ার অপেক্ষায় ততক্ষণ

    আঙুলে আঙুল জুড়ে জলপরী খেলা




  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments