• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৩৩ | এপ্রিল ২০০৪ | কবিতা
    Share
  • অভ্যস্ত : অনুষ্টুপ শেঠ

    নিজেই ডাকছো এলোমেলো রোদ্দুরে
    নিজেই আবার ঘরে ফেরো অমাবস্যায়,
    যে বলেছিলো সে রাতের আকাশে ভোর লেখে
    গুল মেরেছিলো, তবু শুকতারা চমকায় ।

    চেনা মেঘগুলো আগুপিছু ভেবে ঝাঁপ খায়
    বৃষ্টির ফোঁটা শরীরে লাগাতে তাড়াহুড়ো
    এতো যে তৃষ্ণা, অথচ যেমনি রাত ঝরে
    কিপ্টেমি করে পাতে বেড়ে দাও খুদকুঁড়ো ।

    বন্যা কি আর ডাকা যায় কারো খুশিমতো ?
    পলিমাটি আর নালা নর্দমা একাকার --
    ঘুরপাক খায় ফুলচন্দন, তিক্ততা,
    ক্ষুদ্র হৃদয়ে চরা বেড়ে ওঠে ঈর্ষার ...

    যাচা বন্যায় ভেসে যাওয়া যায় অনিমেষ
    ফিরতে গেলেই ঘোলাজলে জারিজুরি শেষ !




  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments