• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৩৩ | এপ্রিল ২০০৪ | কবিতা
    Share
  • দুটি কবিতা : আদিত্য বণিক

    এখানে একটু দাঁড়াও

    এখানে একটু দাঁড়াও -
    নরম জমিনে ঘাসের পালকে
    মেঘের ছায়ায় গোধূলি আলোতে
    এখানে মানুষ সবুজ
    এখানে হৃদয় সবুজ
    এখানে পতাকা সবুজ
    নদীর পানিরা সবুজ
    শেওলা শালিক সবুজ ।
    বানের পানির ধুসর শরীর
    শাপলা পাতায় সবুজ
    কচুরি পানার নীলাভ কুসুম
    পাতার কোমলে সবুজ ।
    এখানে শিশুর নধর হাসিতে
    মুখর উঠান সবুজ
    এখানে চাষীর অতিথি উদার
    মুখের কুশল সবুজ
    কিশোর হাতের সুঠাম মুঠির
    সহজ স্বপ্ন সবুজ
    কিশোরী চোখের হাসির ঝিলিকে
    উড়াল পাখিরা সবুজ ।
    এখানে একটু দাঁড়াও
    ধূসর দুহাত সবুজে বাড়াও
    তারপর যেখানে ইচ্ছা চলে যাও ।



    ছক্কল বধ

    বাড়িত দিছি গোপাড পাডের ছেড়াবেড়া
    কালা বহন যে হুইলো আরতো উডে না
    জমিলা কই গেলিবে ? এদিগি আয় মাইয়াডা
    বালা । ইন্দে বিষ্টিতে সব ল্যাডাব্যাডা ।
    জীবনে আর কুলায় না এত তিরিষ্কালা ।
    জমিন বেইচ্চা বড় পুলা পাডাইলাম বিদেশ ।
    জেলে পচতাছে । ধুমেত্তে জমিন আনি শেষ ।
    কী আর করা ? বরাতের নাম চুত্মারানি
    মুতবার বইয়া আগলাম খানি ।
    হিদ্দ ডেংগা দিয়া জষ্ঠি মাস পার করছি ।
    কাতি মাসে ওগার বাইতারী কটকি লাগব ।
    সার বিছুন দিয়া বাগী আবাদে থাহে হুদা নাড়া ।
    মাইঝলাডা গাছত্তে পইড়া আত-পাও ভাইংগা ঘর টুণ্ডা ।
    ছোডুডা জন্মের পরেত্তেই বিশুকা বাতাসে আতুরা ।
    বড় ঝিহা ঢাহা কামে গেল । টেহা তো দুরস্তান ।
    একটা খবরও আর পাইলাম না ।
    জুব্বা ক্কারী কয় `ছবুর কর । আমল খাইও না ।
    বান্দারে কষ্ট দিয়া আল্লাহ্‌ ইমান পরীক্ষা করে ।'
    হ: মুল্লেরা যে পশ্চিম দিগি ফিরা আছাড়ও পড়ে না,
    তাগোর ইমান পরীক্ষার দরকার অয় না ।
    অর্শ লইয়া কাত্রাই, তেও এক ওক্ত নমজ কাজা করি না ।
    তারপরেও আমার ইমান যহন আল্লার কাছে লড়বড়া
    তহন পরীক্ষাতো করবই । শুমারই দিছি । করুক ।
    কপালে যদি থাহে দুক
    চক্ষে যায় ঝাল মরিচ হোগায় যায় জোঁক ।





  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments