• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৩৪ | ডিসেম্বর ২০০৪ | কবিতা
    Share
  • মৈমনসিংহ গীতিকা : অরিন্দম গঙ্গোপাধ্যায়



    চন্দ্রাবতী দেবী


    যাকে ভালোবাসলে তার
                মন যেন
                     স্রোতের শ্যাওলা
    তোমার বুকের মধ্যে পুষ্পবতী লতা
                 অথচ সে অন্য কোনোখানে ...

    সংসার ফিরিয়ে নিত,
    বাদ সাধলে নিজে
    রক্তে লেখো বৈদেহীর গাথা,
    একটি মেয়েই বুঝি
                  আরেকটি মেয়ের কথা জানে ....

    জয়ানন্দ ফিরে এসেছিল,
              &ত্রঢযৃ দড়ি কলসি জুটেছিল তার
    তুমিও নিশ্চিন্ত হয়ে নিজেকে পোড়ালে,
        কালো কালো অক্ষরের মতো
        নিজে ঢুকে গেলে গীতিকায়
                এমনটি দেখিনি আমি আর ।



    মহুয়া


    গীতিকা মানে তোমার মতো সকলে অনিকেত ?
    পালক পিতা, নদের চাঁদ, মহুয়াসুন্দরী,
    সাজানো ফ্ল্যাট বাড়ির মতো জীবন কই পেলে ?
    বদলে তার দড়ির খেলা, বিষলক্ষ ছুরি

    পালং সই এখনো কাঁদে তোদের মনে করে ।



    আয়না বিবি


    হাওর কখনো তোমায় ছাড়েনি,
        তোমার চুলে
        এখনো লেগে আছে তেঁতুল পাতা,
              বাপঘরের পোড়া খড় ।
    কাল রাতে মামুদের বুকে পড়েছিলে,
    তোমার পিঠের নিচে
        ফুঁসছিল রাক্ষসী মেঘনা,
    এখন নৌকার নিচে আঁকুপাঁকু বুড়িগঙ্গা,
              ডাকছে তোমায়

    একমাত্র হাওর তোমায় কখনো ছাড়েনি ।



    লীলা


    শাঁখের করাত আর কাকে বলা যায় ?
    একদিকে পিতা অন্যদিকে প্রেম
    বিষ-ভাত খেয়ে, কি লাভ হলো মেয়ে ?



    মলুয়া


    কাজিকে দোষ দিও না মেয়ে,
    সে তো তোমার কেউ লাগে না,
    তোমার বিনোদ ? সেও কি তোমার ?
           কখনো ছিল ?
    সাস-বুড়ি বাদে কেউ
           তোমার জন্য
              অপেক্ষা করেনি ।


    (পরবাস, ডিসেম্বর, ২০০৪)

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments