পশলা কয়েক সুপুরি গাছ, নীলচে কালো রং
আবছা গলি, হোঁচট, জং, কুকুর, ইট, কাদা
পুরোনো মোড়, ছপাস জল, ময়লা সোনাব্যাঙ
সাপের জিভ, ছোবল নদী, জমিদারের বাড়ী
এলিয়ে পড়া পাঁচিল, ঝোপ, শেয়াল, কাচভাঙা
গায়েব লাশ, বখরা, শোধ, রোয়াব, চকমকি
মেঘের পেট - হাওয়ার ক্ষুর ঝাপটা দেয় তাতে
পুঁজের মতো জ্যোত্স্না গড়ায় - চন্দ্রক্ষত তার
কষ বেয়ে অলস শয়ানে গঙ্গা বয়ে যায়
আগুনজ্বলা চাকার পিঠ - অন্ধকার ঘোরে
জানলা থেকে লাফিয়ে ঢোকে অবাক মুখের হাঁ
বইতে থাকে শরীরময় তাবৎ ডানা মেলে
পৃথিবী, চাঁদ, উল্টো পিঠ, কিনার ঘেঁষে ঘেঁষে
ফিরতিপথ, উজান গাঙ, তীরের পরে তীর
ঢেউয়ের পাশে চূর্ণ ঢেউ, গলির পাশে বাড়ী
এধার ওধার জানলা, সব আদ্দেকটা বোজা
জ্বলছে আলো, নিভছে আলো, গেরস্তের চোখে
(পরবাস, মে, ২০০৫)