• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৩৫ | মে ২০০৫ | কবিতা
    Share
  • প্লাবিত কিছু : মিহির বন্দ্যোপাধ্যায়

    ১.

    স্বপ্নের পাড় ভেঙে এই নিরুদ্দেশে... প্লাবনে ভেসে গেছে গৃহস্থালি
    জন্মদিন; ভেসে গেছে ঋতুসংহিতা
    আজ শ্মশান ছাড়িয়ে উঠে এসেছে জল । একদা মুখাগ্নি হতো এখানেও
    পিতার দহন শেষে পুত্রের অভিষেক হতো
    এই পোড়া কাঠের স্বদেশে আজ খুঁজে ফিরছি পরিচয়, পিতৃচিহ্ন


    ২.

    প্লাবনে ভেসে যাচ্ছে কাটাহাত; যেরকম পৃথিবীর নারী
               চুড়ি পড়ে কনুইয়ের নীচে
    কচুরিপানার ফাঁকে ভেসে যাচ্ছে এইসব হত্যাজনিত কিছু
    প্লাবিত জলের অতলে ধারালো আঘাত থাকে
    অপরাহ্নে ভাতঘুম অথবা আহির-ভৈরব প্রকৃত মুখোশমাত্র
               জলের দৃশ্যতল
    আয়নার বিপরীতে যেমন নিপাট বীমার এজেন্ট, দৃশ্যত হয়ে ওঠা
               ফল হওয়া ফুল হওয়া মশলাদার জড়িবুটি

    তবু এই হত্যাজনিত কিছু কচুরিপানার ফাঁকে দেখে নিজেকে সরিয়ে রাখি
               আলোর সিম্ফোনি থেকে






    (পরবাস, মে, ২০০৫)

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments