• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৩৫ | মে ২০০৫ | কবিতা
    Share
  • নদী আর গাছের কথা : জয়ন্ত ঘোষাল

    প্রতিদিন স্রোতস্বিনীর পাশে দাঁড়িয়ে বলি - `বহো'
    প্রতিদিন ফলবান গাছের ছায়ায় দাঁড়িয়ে বলি - `আরও প্রাণ দাও'
    একদিন মাটির সুষমা মাখতে মাখতে বলি - `ঊর্বরতা বাড়ুক'

    এভাবেই প্রতিদিন তোমার বুকের উষ্ণতায়, মিশে যেতে যেতে
    সেই সব নদী, গাছ মাটির স্পর্শ পায় ।
    কম্পমান ঠোঁটের ওপর বহমান নদীকে রাখি তখন
    বিস্ময়কর বাঁকের মুখে রাখি গাছের ছায়া ।






    (পরবাস, মে , ২০০৫)

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments