• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৩৫ | মে ২০০৫ | কবিতা
    Share
  • ছত্রিশ বছর : অরিন্দম গঙ্গোপাধ্যায়

    দেহে মনে আদিগন্ত কাঁটাঝোপ, (এখন আমার
    ছত্রিশ বছর, তবু) তোমাকেই খুঁজে যাই এখনো টুনটুনি,
    টার্মিনাল থেকে টার্মিনালে,
    মারোয়া-সন্ধ্যায় কিংবা কানাড়া-গহন-মধ্যরাতে ।

    ভারতসাগর জুড়ে দুপুরের রোদের সোনাটা,
    আঙুরগুচ্ছের মতো একজোড়া ঠোঁট নড়ছে ক্রিওলভাষায়
    আপাত-সুখের দৃশ্য, তবু,
    তোমাকে কোথায় খুঁজবো ভেবে বুক চিন্‌-চিন্‌ করে ।

    শীতের মেরুর মতো ভূতুড়ে আলোয় টারম্যাক
    থমকে আছে, তেল গিলছে আকন্ঠ অলৌকিক পাখি,
    নিয়ন সাইন জ্বলে-নেভে,
    জানতে চায়, খুঁজে পেলে ? এখনো কি খোঁজো তুমি তাকে ?

    আমার বয়সে দেহে মনে, তাড়া থাকে অন্যরকমের,
    আশেপাশে কেউকেউ দরজা খুলে, টুক করে বেরিয়ে গিয়েছে,
    হিমকণা ঝরছে ট্রানজিটে,
    তোমাকে খুঁজছি আমি, ডিউটি-ফ্রী ও কাফেটেরিয়াতে ।


    (পরবাস, মে, ২০০৫)

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments