• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৩৬ | অক্টোবর ২০০৫ | কবিতা
    Share
  • আমিই আমার শব কাঁধে নিয়ে : মোহিনীমোহন গঙ্গোপাধ্যায়



    আমি তো আমার শব কাঁধে নিয়ে হেঁটে যাচ্ছি শ্মশানের দিকে ।

    আমিই আমার মুখাগ্নি করে আমাকে পোড়াবো
    নিজের সত্কার করে চিতাভস্মে জল ঢেলে
    ফিরে যাবো নিরালম্ব অন্ধকারে শূন্যের গভীরে ।

    ফুলের মিছিল শেষ, শব্দহীন আগুনের হাসি জেগে রয় ।

    না কোন কান্না নেই শোক নেই বিশাল শূন্যতা শুধু
    গল্প শোনায়
    সে গল্পে খুঁজবো আমি আদি অন্ত হীন এক শিকড়ের ভাষা
    শিকড়ের খোঁজে কারা নীল সূর্যে হেঁটে যাচ্ছে
    হাতে নিয়ে নক্ষত্রের চাবি ?
    সেখানে কি বন্ধ দরোজার মধ্যে আছে কোন নতুন পৃথিবী ?

    আমি তো আমাকে পুড়িয়ে কবে শুদ্ধ হয়ে গেছি....

    আগুনে আগুন আমি মিশে গেছি পাঁকে ও পঙ্কজে
    সমস্ত ভ্রুকুটি মুছে ভাঙা শ্লেটে পড়ে নিই যা কিছু অক্ষর
    শেষ বর্ণ পরিচয় হাতে নিয়ে মৃত্যুকে হজম করে আমি জাতিস্মর ।

    আমিই আমার শেষ শব বাহক আমাকে ডেকেছে আজ
    চৈত্রের আকাশ আর গোধূলির নদী ।




    (পরবাস-৩৬, অক্টোবর, ২০০৫)

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments