• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৩৬ | অক্টোবর ২০০৫ | কবিতা
    Share
  • হল্ট : অরিন্দম গঙ্গোপাধ্যায়

    রাত্রির রূপকটি আরো বহুদূর বিস্তৃত হতে পারতো,
    পানশালা ঘিরে বসা
    শ্বেত-বামনের মেহফিলে,
    ত্রক্রমশ নিজের দিকে নেমে যাওয়া,
    অ্যাকাশিয়া আঙুলে জড়াতো ভাতঘুম ।

    এখনো ট্যুরিস্ট গাড়ি থেমে যায়
    অভ্যেসবশে, রাজকীয় স্পর্ধা ও ব্যালানটাইন
    জলতরং, নয়ানজুলিতে বয়ে যায়
    হিম-কোয়ালিস, টায়ারের নিচে
    বিসর্পিল অন্ধকার নদীটি না বয়ে গেলে ---

    রাত্রির রূপকটি আরো বহুদূর বিস্তৃত হতে পারতো ।


    (পরবাস-৩৬, অক্টোবর, ২০০৫)

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments