• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৩৮ | জানুয়ারি ২০০৭ | কবিতা
    Share
  • জোকারদিগের বিষাদ-ম্যাট্রিক্স : অরিন্দম গঙ্গোপাধ্যায়

    যাবতীয় জোকার ও তাহাদের নিজস্ব বিষাদ
    যাহা নিজ নিজ ইয়ের মধ্যিখানে লুকিয়ে রেখেছে,
    লাল সাদা চৌখুপীতে, সে-সব কখনো
    তেমন আলাদা করে চোখে পড়ে না ---

    (ফাটা স্যাক্সোফোন,
    বারবার কদম বঢ়াতে বলে ।
    তখনো টুপিতে ঝুমকার মতো ঝোলে,
    সেকি কোনো কনডেমড বিষাদ-পুরাণ ?)

    বারোটার পর,
          আলো নিবে আসে বর্ধমানে,
    চাঁদের আলোয় ছোটো মানুষের সিলুয়েট,
    দমছুট ব্যাণ্ড-মাস্টারের ফাটা তান,
    বোতল ভাঙার শব্দ, জ্যোত্স্নায় বয়ে যাওয়া সাপ,
    এইসব ঘিরে ....
    জোকার নম্বর এক ও তাহার নিজস্ব বিষাদ,
    জোকার নম্বর দুই ও তাহার নিজস্ব বিষাদ,
    জোকার নম্বর তিন ও তাহার নিজস্ব বিষাদ, এভাবে,
    যাবতীয় জোকার ও তাহাদের নিজস্ব বিষাদ ম্যাট্রিক্স
    গোমেশ মাস্টারের ভাঙা স্যাক্সোফোন
    অসমীকরণে জেগে থাকে .....



    (পরবাস-৩৮, ডিসেম্বর, ২০০৬)

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments