• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৩৮ | জানুয়ারি ২০০৭ | কবিতা
    Share
  • নাস্তানাবুদ : অগ্নি বসু

    পাস্তা দিয়ে
    নাস্তা করা
    ও সব কি আর পোষায় !

    তার চে' বরং
    সস্তা কিছুর
    ব্যবস্থা হোক মশায় ।

    সুতোর ঘ্যাঁট
    খেতেই হবে ?
    ও:..., এটা চাউমিন !

    আমায় দাদা,
    একটু বরং
    লঙ্কা-মুড়িই দিন ।


    (পরবাস-৩৮, ডিসেম্বর, ২০০৬)

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments