• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৩৯ | আগস্ট ২০০৭ | কবিতা
    Share
  • নিজের কবিকে : যশোধরা রায়চৌধুরী



    এখনো জাগে তোমার মুখ, বাঁকা
    সন্দেহের বাতাসে ভরপুর
    তোমার মুখে ওই যে হাসি, নড়িয়ে দেয় সাঁকো
    শ্লেষের ছায়া তবে কি মুড়ে রাখছো, না মাদুর ?

    এখনো জাগে তোমার চোখ, কালো
    তীক্ষণ আর উদ্ধত দুই কাঁটা
    সূচীর মুখে আমাকে তুমি বিঁধিয়ে দিতে দিতে
    বললে, আনো, আমার জন্য, আলো

    এখনো জাগে তোমার দোলাচল
    আমাকে তুমি বলোনি, ভালোবাসো
    চেপেই রাখো তাহলে রাগ, ও আর আমি চাই না
    ভালোবাসার অপেক্ষায় না হয় হই বেদনাঘন, চুর....


    (পরবাস-৩৯, অগস্ট, ২০০৭)

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments