• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৩৯ | আগস্ট ২০০৭ | কবিতা
    Share
  • এং তেপান্তর : তন্ময় ধর



    যদি কখনও চিঠিটা পড়ো,
    কোনোদিন,
    আমি ভাববো
    -- মৃত্যুতেও এতো আলো !
    বালিতে, পাথরে, মৃগতৃষ্ণায়
    আমি কখনো
    সামান্য রং লাগাতে পারিনি ।
    আজো চিঠিটা লিখতে গিয়ে বারবার
    ভুল হয়ে যাচ্ছে একই জায়গায় ।

    ভোরের ফোঁটা পড়ছে আমার কপালে, ভ্রূমধ্যে --
    এ কি মৃত্যু ?
    এ কি মৃগশিরাহত জন্ম ?

    আমি এগোলাম তাহলে,
    একটু এগিয়ে রইলাম ।
    পথটা একবার দেখে নাও ...

    (পরবাস-৩৯, জুলাই, ২০০৭)

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments